চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলছে

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বুধবার (২৫ জানুয়ারি) চলমান মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ২য় দিনের মতো সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহ্ মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান পরিচালনায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, রঞ্জিত কুমার দে চাকী, প্রকৌশলী দ্বীন ইসলাম ও আবদুস ছালাম প্রমুখ ।

চাঁদপুর সদর ৪৯১ জন অনলাইনে আবেদনকারীদের মধ্যে বুধবার ৯৭ জনের যাচাই বাছাই ও সাক্ষাতকার গ্রহণ করা হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবেদনকারীরা কাগজপত্র জমা দেয়। এর আগে গত শনিবার ৩৮ জন আবেদনকারি কাগজপত্র জমাপূর্বক সাক্ষাতকার গ্রহণ করা হয়।

এ পর্যন্ত মোট ১৩৫ জনের সাক্ষাতকার নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে এসব আবেদনকারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে অনলাইনে আবেদন করেছিলো।

৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনকারীরা সকাল ১০ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সাক্ষাতকারে অংশ নিতে পারবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ০৯: ৪৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ

Share