Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদরে ৬ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
চাঁদপুর সদরে ৬ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

চাঁদপুর সদরে ৬ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগে চাঁদপুর সদরের ১২ টির মধ্যে ৪টি ইউনিয়নের ৬টিতে ভোট গ্রহণ স্থগিত করেছেন স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে চূড়ান্ত ফলাফলের পূর্বে সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আজিজ এ তথ্য জানান।

স্থগিত কেন্দ্রগুলো হলো : ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রঙ্গের গাঁও পাথলিয়া কমিনিউটি হসপিটাল, ৬নং মৈশাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ৫নং রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর বড় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং ওয়ার্ডের পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আখনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল আজিজ জানান, কেন্দ্র নিয়ন্ত্রণে বাহিরে চলে যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করেন স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা। চাঁদপুর সদরের ১২ টির মধ্যে ৪টি ইউনিয়নের ৬ টিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগে এ কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করা হয়।

মাজহারুল ইসলাম অনিক [/author]

 

||আপডেট: ০৯:৪১  অপরাহ্ন, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

চাঁদপুর টাইমস /এমআরআর