চাঁদপুর সদর উপজেলার ২৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এসব মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরির কারিগররা।
আগামী ৬ অক্টোবর শ্রীশ্রী দুর্গাদেবীর ৬ষ্ঠাদি বিহিত পূজার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের শুভ সূচনা করা হবে। শারদীয় দুর্গা পূজা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর চাঁদপুর টাইমসকে জানান, ‘গত বছরের ন্যায় এ বছরও সদর উপজেলায় ২৮টি পূজামন্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে।’
তাঁর দেয়া তথ্যানুযায়ী পূজা মন্ডপগুলো হলো-
শ্রীশ্রী কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মির্নাভা পূজা মন্দির, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম, কুন্ডের বাড়ি, মজুমদার বাড়ি, বাতাসা পট্টি বারোয়ারি মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা পূজা মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া সুনীল চন্দ্র ঘোষের বাড়ি মন্দির, জাফরাবাদ পালপাড়া পূজা মন্দির, রঞ্জিত দাসের বাড়ি পূজা মন্দির, নতুনবাজার পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, নতুনবাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার হরিজন পল্লী সার্বজনীন পূজা মন্দির, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্দির, পুরাণবাজার মৈশাল বাড়ি পূজা মন্দির, বাবুরহাট শিলন্দিয়া শারদীয় পূজা মন্দির, স্বর্গীয় রমেশ দে বাড়ি পূজা মন্দির, মনোহরখাদি দামদরদী কমল কৃষ্ণ বাড়ি পূজা মন্দির, প্রতাপ সাহা রোড দুর্গা বাড়ি পূজা মন্দির, চর বাকিলা সূত্রধর বাড়ি পূজা মন্দির, বড় স্টেশন হরিজন পল্লী মহাবীর পূজা মন্দির, স্বর্ণখোলা হরিজন পল্লী সন্তুষী মায়ের মন্দির ও ডাসাদী বড় সূত্রধর বাড়ি পূজা মন্দির।
: আপডেট, বাংলাদেশ সময় ৯:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ