চাঁদপুর সদর উপজেলায় হেরিং বোন বন্ডের (এইসবিবি) টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
৩১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, টেন্ডার প্রক্রিয়া যথানিয়মে হয়েছে, সকাল থেকেই সদর উপজেলা ইউএনও অফিসের সামনে টেন্ডার বাক্স রাখা হয়েছে, ঠিকাদাররা কোন প্রকার সমস্যা ছাড়াই টেন্ডার বক্সে তাদের টেন্ডার রাখেন, দুপুর ১টা পর্যন্ত টেন্ডার বাক্স উম্মক্ত রাখা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৩১ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur