চাঁদপুর সদর

চাঁদপুর সদরে শূন্য ভোটপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী যারা!

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন, কল্যাণপুর ও চান্দ্রা ইউনিয়নের স্থগিত উপ-নির্বাচনের কেন্দ্রগুলোতে ক’জন চেয়ারম্যান প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। এদের প্রত্যেককেই জামানত হারানোর আশংকা রয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সারাদেশের ন্যায় সাধরণ নির্বাচন ও স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচনে চাঁদপুর সদরের বালিয়া ইউপিতে মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ২২ হাজার ৫শ’ ৮১।

এদের মধ্যে আতিকুর রহমান গাজী মোমবাতি প্রতীকে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. ইউসুফ আলী মাঝি আনারস প্রতীকে গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য ভোট পেয়েছেন।

মোট ফলাফলে আতিকুর রহমান গাজী ৩৪৫ ও ইউসুফ আলী মাঝি ৬৫২ ভোট পেয়ে ৫ জন প্রার্থীর মধ্যে সর্বনি¤œ অবস্থানে রয়েছেন।

স্থগিত উপ-নির্বাচনে কল্যাণপুর ইউনিয়নে রঙ্গেরগাঁও পাথালিয়া কমিউনিটি কেন্দ্রে চশমা প্রতীকের জিএম নজরুল ইসলাম ও আনারস প্রতীকের আব্দুল মান্নান মাল শূন্য ভোট পেয়েছেন। উভয়ের পূর্বের ফলাফল বিবরণীতেও ক’টি কেন্দ্রে শূন্য ভোট রয়েছে।

একইভাবে চান্দ্রা ইউনিয়নের ১০০নং পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনারস প্রতীকের আব্দুর রহমান শূন্য ভোট পেয়েছেন। তবে এ প্রার্থী এক কেন্দ্রে শূন্য ভোটসহ মোট ২৮৬০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share