চাঁদপুর সদর

চাঁদপুর সদরে মাছের পোনা অবমুক্তকরণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজি বর্ষে বাংলাদেশ’ এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থয়ানে ১৮টি প্রতিষ্ঠানের জলাশয় ও পুকুরে ২৫০ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টচার্য, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মুকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ, সদর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী তোকাব্বর হোসেন ও তানমিন আক্তার প্রমূখ।

স্টাফ করেসপন্ডেট,৮ সেপেটম্বর ২০২০

Share