Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে বিদায়ী ও নবাগত ইউএনও কে শুভেচ্ছা
বিদায়ী

চাঁদপুর সদরে বিদায়ী ও নবাগত ইউএনও কে শুভেচ্ছা

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চাঁদপুর সদর উপজেলার পক্ষ থেকে সদর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ও নবাগত ইউএনও এস এম এন জামিউল হিকমাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক এম এ কুদ্দুস রোকন, সহ-সভাপতি বশির উল্লাহ খন্দকার, গোলাম মোস্তফা শামীম, সংগঠনের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা তনয় রায়, শংকর আচার্জী, তাসলিমা আক্তার, হালিমা বেগম, রুমা আক্তার আবু বক্কর মানিক ও আলমগীর সরদার।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাখর জামিল সৈকতকে ফুলের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

স্টাফ করেসপন্ডেট/ ১৫ সেপ্টেম্বর ২০২৫