চাঁদপুর সদর জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন
“আমাদের ভিশন মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন”— এ মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আয়োজিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলা স্থানীয় কার্যালয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা আমীর আফসার উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মুহা: জুবাইর হোসাইনের সঞ্চালনায়
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, “আমরা কারো নামে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টোপাল্টা মন্তব্য করব না। সুসংগঠিতভাবে কাজের মাধ্যমেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে।”
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক আন্দোলন। আমাদের মূল লক্ষ্য হলো মানবতার সেবা করা, সমাজে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এজন্য প্রতিটি নেতাকর্মীকে দক্ষ, যোগ্য ও সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মিজানুর রহমান, চাঁদপুর শহর শাখার আমীর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শাহজাহান খান।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ সহ উপজেলা শূরা ও কর্ম পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।
পরে চাঁদপুর সদর উপজেলা চৌদ্দটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২২ আগস্ট ২০২৫