চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স আজ ৯ ডিসেম্বর বুধবার দুপুরে সদরের ১৪ টি ইউনিয়নের ৭৯০ জন প্রণোদনা এবং ১৮০ জনকে পুনবাসন সরকারের কৃষি বিভাগের কর্মসূচির আলোকে সার ও বীজ প্রদান করা হয়েছে ।
চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে এ কর্মসূচির আওতায় প্রতি জন কৃষককে গড়ে ১০ কেজি করে সার এবং ৫ কেজি করে বিভিন্ন ধরনের বীজ ও সার প্রদান করা হয়। এ গুলো হলো – বোরো , সরিষা , মসুর ,সূর্যমুখী, মরিচ ও ভুট্টা বীজ ।
উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার জানান , সরকারি নির্দেশনা মতে এবারের অতিবৃষ্টি ও বন্যার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য সরকারের এ কর্মসূচির আওতায় প্রণোদনা প্রদান করা হয়েছে ও চাঁদপুর সদর উপজেলা কৃষি বিভাগ তা বাস্তবায়ন করেছে।
আবদুল গনি , ৯ ডিসেম্বর ২০২০