কচুয়া

কচুয়া ও মতলবে নৌকার মাঝি কে হচ্ছেন?

চাঁদপুর-১ (কচুয়া) ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে নৌকার মাঝি কে হচ্ছেন- এই আলোচানা এখন এই দুই আসনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।

মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের পর দুটি আসনেই আওয়ামী লীগের দুজন করে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কজেই এ দুটি আসনের নৌকার বৈঠা এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাতে। তিনি কার হাতে দিচ্ছেন এই বৈঠা, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৯ ডিসেম্বর প্রার্থী প্রত্যাহারের দিন পর্যন্ত।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দুজন প্রার্থী হচ্ছেন- আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে দুজন প্রার্থী হচ্ছেন- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন রুহুল।

এলাকার ভোটাররা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, শেখ হাসিনা যোগ্য প্রার্থীর হাতেই নৌকার বৈঠা তুলে দেবেন। (জাগো নিউজ)

বার্তা কক্ষ
০৫ ডিসেম্বর,২০১৮

Share