চাঁদপুর সদর উপজেলা সিনিয়র উপজেলা অধিদপ্তর ২০১৭-২০১৮ আর্থিক সালে রাজস্ব খাতে অভ্যন্তরীণ বর্ষা প্লাবিত ধানক্ষেত,প্লাবন ভূমি,প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের আয়োজন করেছে ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদরের পুকরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান। সব মিলে ১৬ টি প্রতিষ্ঠানের ১৯ টি পুকুরে ৩শ’৭৫ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এ সময় জেলা মৎস কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিষেক দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সবুর চন্দ্র দাস, সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
আপডেট,বাংলাদেশ সময় ৭:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর,২০১৭,রোববার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur