চাঁদপুর সদর

চাঁদপুর সদরের ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ বাগাদী ফাজিল মাদ্রাসা

উপজেলা পর্যায়ে চাঁদপুর সদরের শ্রেষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃতি পেয়েছে বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা।

বুধবার (১৬ মে) সদর উপজেলা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু আবদুল্লাহ মোহাম্মদ খানের হাতে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।

প্রসঙ্গত, এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে সংবর্ধিত হয়েছিলেন অত্র প্রতিষ্ঠানের আরবী প্রভাষক পীরজাদা মাহফুজ উল্যাহ ইউসূফী।

এরই ধারাবাহিকতায় বাগাদী মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা পেল।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে।

প্রেস বিজ্ঞপ্তি

Share