চাঁদপুর সদর উপজেলার মাদ্রাসা শিক্ষক প্রধানদের সাথে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমস্যা সমাধান, এবং শিক্ষা কার্যক্রমের উন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আমরা বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছি। তার একটি হলো শিক্ষকদের করণীয় শীর্ষক ধারাবাহিক বৈঠক। এই বৈঠকের মাধ্যমে কিভাবে আমাদের শিক্ষাকে এগিয়ে নেয়া যায়। শুধু পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, মেধা ও মননের উন্নয়নের মাধ্যমে তাদের ভবিষ্যত উজ্জ্বল করা উপায় ঠিক করা। আপনারা যদি সদ্য প্রকাশিত এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের ফলাফল পর্যালোচনা করেন, তবে অনেক কিছুই অনুধাবন করতে সক্ষম হবেন। আমাদের মনে রাখতে হবে শিক্ষকতা শুধু একটি চাকুরি নয়, এই পেশার লোকজন একটি জাতিকে বদলে দিতে সক্ষম।
তিনি আরও বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস, নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদি, গাজীপুর নেচারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জিয়াউদ্দিন খন্দকার, মান্দারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নেছার আহমেদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমদ, বিষ্ণুদি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জসীম উদ্দীন, কেতুয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ হেলাল উদ্দিন।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর জেলার সকল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সমস্যা ও করণীয় শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মূলত অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৬ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur