চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় শক্তিশালী চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। খেলার ২০ মিনিটের মাথায় মতলব উত্তর প্রথম গোলের দেখা পায়। ১-০ গোলেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলশূন্য থাকায় নির্ধারিত সময়ে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
উক্ত খেলা শুরুর পূর্বে মাঠে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ রহমতুল্লাহ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব) মো: আল-এমরান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ) মো: নাজমুস শাহাদাত ফাহিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মো: আনিসুর রহমানসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ম্যাচ শেষে মতলব উত্তর উপজেলার খেলোয়াড় সানি-কে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তিনি আমন্ত্রিত অতিথির হাত থেকে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণ করেন।
খেলাটি উপভোগ করতে মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ২৭ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur