চাঁদপুর

বাংলাদেশ উত্তরণের সাফল্য উদযাপনে চাঁদপুর বিআরটিএর আলোচনা সভা

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ২৪মার্চ বেলা ১১টায় ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ’চাঁদপুর সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো:নঈম উদ্দিন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শেখ মো:ইমরান হোসেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কাজী মো. ইকবাল, হাজীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. গোলাম ফারুক, চাঁদপুর সদর মডেল থানা ট্রাফিক পুলিশের পরিদর্শক ইসরাফিল মজুমদার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী মমিন মিয়া, জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ‘রাস্তায় পারাপারের সময় সকলকে একটু সচেতন হয়ে পারাপার হতে হবে।কারন একটু ভুলের কারণে ঘটতে পারে একুটি দুর্ঘটনা। তাই শিক্ষার্থী, পথচারীসহ সকলকে সচেতন হবে। রাস্তায় পারাপার হওয়ার সময় কানে হেডফোন ও মোবাইলে কথা বলা যাবে না। সরকার দেশের শিক্ষা ব্যবস্থাসহ সকল বিভাগের উন্নয়নের কাজ করছে। বিআরটিএ ও সড়ক বিভাগের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ, সড়ক বিভাগে কর্মকর্তা-কর্মচারী, ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিবেদক- আনোয়ারুল হক

Share