চাঁদপুর

চাঁদপুর শেরাটন হোটেল থেকে কলেজছাত্রীসহ আটক ৫

চাঁদপুর শহরের পূরবী মার্কেটের ৩য় তলায় শেরাটন হোটেল থেকে অনৈতিক কাজের অপরাধে কলেজছাত্রী, গৃহবধূ ও হোটেল কর্মচারীসহ ৫ জনকে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলের পৃথক দু’টি কক্ষ থেকে ফরক্কাবাদ কলেজের ছাত্রী নিহা (ছদ্ম নাম) ( (১৭) ও তার বোনের দেবর জামাল (২২) এবং ফরিদগঞ্জ উপজেলার গৃহবধু সুলতানা বেগম (ছদ্মনাম)(৩০) ও টেলু বেপারী (৪০) কে আটক করে।

এসময় অনৈতিক কাজে সহগযোগিতা করার দ্বায়ে হোটেল ম্যানাজার সুমনকেও আটক করা হয়।

প্রসঙ্গত, চাঁদপুরে বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধ করার লক্ষ্যে বেশ কয়েকবার হোটেল মালিকদের সাথে মতবিনিময় করে সতর্ক করে পুলিশ প্রশাসন।

এসবের পরেও হোটেলগুলোতে কিশোর-কিশোরী, কলেজ ছাত্র-ছাত্রী ও প্রেমিক যুগলদের ভাড়া নিয়ে অনৈতিক কাজ করার সুযোগ করে দেয়া হচ্ছে।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

নিউজ ডেস্ক  ।। আপডেট : ১১:১৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ

Share