চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমির নতুন কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর স্টেডিয়ামের নতুন প্যাভিলিয়নে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অ্যাড. সাইফুদ্দিন বাবু।
চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মোতালেব, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বারাকাত রেজওয়ান, প্রচার সম্পাদক রবিন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো. মোশারফ বাবু, ক্রীড়া সম্পাদক মজিবুল হক রাসেল, নির্বাহী সদস্য, সঞ্জিত পোদ্দার, আখতার হোসেন খান, জুলফিকার আলী ভুট্টু, সঞ্জয় কর্মকার সুখন, মো. জহির উদ্দিন মিজি, মো. আবুল কালাম, মো. মহসিন ভূইয়া, প্রতিষ্ঠাতা সদস্য রাফসান জানি, মোশারফ বাবু, মো. হানিফ ঢালী হীরা, মোশারফ সবুজ, মো. ফয়সাল সানি, ফজুলল হক, মো. মাসুদ মোল্লা, সাইদুল ইসলাম জিসান প্রমুখ।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিধান্ত গ্রহণ করা হয়। সিধান্তের মধ্যে রয়েছে সংগঠনের মাসিক চাঁদা নির্ধারন।সংগঠনকে শক্তিশালী করতে সকলকে একত্রিত হয়ে কার্যক্রম বাস্তবায়ন করার আহ্বান।
পরে চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমির নতুন কার্যকরি কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১২ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur