চাঁদপুর

চাঁদপুর শিল্পকলায় জাতীয় শোক দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উন্মুক্ত বিষয়ে প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। বিভাগ সমূহগুলো হচ্ছে : ‘ক’ বিভাগ Ñ কেজি শ্রেণি থেকে ৩য় শ্রেণি, ‘খ’ বিভাগ Ñ ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি, ‘গ’ বিভাগ ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি। রং পেন্সিল, পোস্টার রং, প্যাস্টেল রং ও জল রংসহ যে কোন মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ ছবি অংকন করা হয়।

প্রতিযোগিতায় জেলার সকল প্রতিষ্ঠানের কেজি শ্রেণি থেকে দশম শ্রেণি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু ছালেহ মো. আবদুল্লাহ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১১: ৫৮০ পিএম, ১১ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share