শিল্প-সাহিত্য

চাঁদপুরে জেলা পর্যায়ে ‘শিল্পের শহর’ কর্মসূচি পালন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ে “শিল্পের শহর” কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যাস্থাপনায় রোরবার (১১ নভেম্বর) বিকেলে পালিত হয়েছে।

শহরের বড়ষ্টেশন মোলহেডে জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর জেলা শাখার নিয়মিত শিল্পীরা সঙ্গীত ও নিত্য পরিবেশন করেন।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির সঙীত প্রশিক্ষক মিনাল সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য শহীদ পাটওয়ারি, ছড়াকার ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার প্রমূখ।

প্রসঙ্গত, এ কর্মসূচীর ভাবনা ও পরিকল্পনা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক

Share