Home / চাঁদপুর / চাঁদপুর শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন
চাঁদপুর শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন

চাঁদপুর শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন

বিদায়-বর্ষ বরণ উপলক্ষে আগামি ১৩ এপ্রিল বুধবার চাঁদপুর শিল্পকলা একাডেমীতে নৃত্যাঙ্গণের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা এমএ ওয়াদুদ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিকেলে পুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলীসহ অন্যান্য অতিথিবৃদ্ধ।

আলোচনা সভা শেষে রবিন্দ্র নাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য এবং অতিথি শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

ওই দিন সকাল ১০টায় ক, খ, গ, ঘ এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের যথা সময়ে কাগজ ব্যতিত প্রতিযোগিতার সকল উপকরণ নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নৃত্যাঙ্গনের সভাপতি প্রফেসর রনজিত কুমার বণিক, সাধারণ সম্পাদক তপন সরকার ও অধ্যক্ষ রুমা সরকার।

বিজ্ঞপ্তি : আপডেট ১১:২৩ পিএম, ১১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply