চাঁদপুর

চাঁদপুর শিল্পকলা একাডেমীতে রংধনুর সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন রংধনুর ৩য় বর্ষ পদার্পণে সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় চতুরঙ্গের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মলিত সাস্কৃকিত জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা অজিত সাহা, কৃষ্ণা সাহা, নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার।

সংগঠনের সদস্য জ্যোতির পরিচালনায় আরো বক্তব্য রাখেন, অন্যন্যা নাট্যগোষ্ঠির যুগ্ম সম্পাদক মানিক দাস, মেঘনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হারুনুর রশীদ, রং ধনু সাংস্কৃতিক সংগঠনের রাজিব সাহা।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন। আলোচনা সভা শেষে মাস ব্যাপি মুক্তিযদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে রংধনু কর্মকর্তাদের হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন হোসাইন, ইমরান, সামাদ, শামীম, সাব্বির, রাজু, অণিক, মোবারক, টিটু, রিপন সরকার, জুয়েল, সাগর, মাহবুব, শামান্তা, মুক্তা, নিপা, ইভা, প্রিয়া, জ্যোতি, ফারজানা, সিনহা, তাসনিম, কথা, বর্ষা, মিতুসহ রংধনুর শিল্পীরা।

সংগীত পরিচালনায় থাকবেন সোমা নট্ট সাহা। নৃত্য পরিচালনায় তৌফিক শাওন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রংধনুর সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, রাকিবুল ইসলাম, বাপ্পি ও রাজিব সাহা।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

।। আপডেট : ১ি১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ

Share