মানুষে মানুষে সম্প্রীতি আমদের সংস্কৃতি এ শ্লোগানে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে চলছে সাংস্কৃতিক মাস ২০১৭।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যাকালীন পর্বে চাঁদপুরের স্বনামধন্য সংগঠন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চমকপ্রদ পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। সংগীত, নৃত্য সহ নানা আয়োজনে হলভর্তি দর্শকদের হৃদয় ভরেছে চতুরঙ্গের শিল্পিরা।
সংগঠনের সভাপতি হারুন আল রশিদের পরিচালনায় হৃদয় কাড়ানো পুরনো বাংলা ছায়াছবির সংগীত সহ বেশ কয়েকটি জনপ্রিয় সংগীত পরিবেশন করেন, সংগঠনের কর্মকর্তা তাহমিনা বিশিষ্ঠ কন্ঠশিল্পি তাহমিণা হারুন, কৃষ্ণা সাহা, অনিতা কর্মকার, মৃনাল সরকার।
নৃত্য পরিবেশন করেন, মোবারক, রাব্বি, সাকিব,বাপ্পি, ফিরোজ, মাহাবুব, এমরান, সাকিল, রাজু, বিশ্বজিত, ইমরান, শামান্তা, সিনহা, ফারজানা,রাত্রি, নাজমিন,কনক, রিয়া, তানজিলা,হানি,রুপা, ইশা, সুইটি, আরবি, মরিয়ম, প্রিয়া। আলোক সজ্জায় ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াহিয়া কিরন। শব্দ নিয়ন্ত্রনে আহসান খান জুয়েল।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকারের পরিচালনায় অনুষ্ঠান প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য রাখেন,জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ , জেলা সাহিত্য একাডেমীর পরিচালক রোটারিয়ান কাজী শাহাদাৎ, চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিণয় ভুষন মজুমদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ পিযুষ কান্তি বড়–য়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনএসআই ডিডি ফারুকুল ইসলাম, বাংলার মুখের সভাপতি অজিত সাহা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পিযুষ কান্তি রায় চৌধুরী, বর্ণচোরা নাট্যগোষ্ঠির উপদেষ্টা তোফায়েল আহমাদ, স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু, তারুণ্য সাংষ্কৃতিক সংগঠনের সহ-সভাপতি নূরে আলম নয়ন,চাঁদপুর ড্রামার সাবেক সাধারন সম্পাদক কে এম মাসুদ, বর্তমান সাধারন সম্পাদক মানিক পোদ্দার, সংগীত প্রশিক্ষক বীরেন সাহা,স্বরলিপি নাট্য দলের উপদেষ্টা সাংবাদিক শেখ আল মামুন, অনন্যা নাট্য গোষ্ঠির যুগ্ন সম্পাদক সাংবাদিক মানিক দাস প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাজিব সাহা, সাধারন সম্পাদক মেহেদী হাছান জীবন, সাংগঠরিক সম্পাদক বাপ্পী, যুগ্ম সম্পাদক রিপন, কর্মকর্তা রাব্বি।
এছাড়া সন্ধাকালীন ১ম পর্বে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পিযুষ কান্তি রায় চৌধুরীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার শিল্পীরা।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১০: ১০ পিএম, ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ