চাঁদপুর শিল্পকলায় স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক মাসের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা শুক্রবার (২০ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

স্বরচিত কবিতা পাঠের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ্ মো. আব্দুল্লাহ, বিশিষ্ট বিতর্ক অনুরাগী ডা. পীযূষ কান্তি বড়–য়া।

স্বরচিত কবিতা পাঠ করেন, কবি ও লেখক তছলিম হোসেন হাওলাদার, পীযূষ কান্তি রায় চৌধুরী, রনজিত চন্দ্র রায়, ইকবাল পারভেজ, ম. নূরে আলম পাটওয়ারী, আসাদুল্লাহ্ কাহাফ, মাইনুল ইসলাম মানিক, কবির হোসেন মিজি, তাফাজ্জল হোসেন, রফিকুজ্জামান রণি, আশিক বিন রহিম।

অতিথি হিসেবে কবিতা পাঠ করেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, তিন বিচারক প্রফেসর মনোহর আলী, পীযূষ কান্তি বড়–য়া ও আবু সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রসঙ্গত, আজ ২১ মে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক মাসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ওই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা ও অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১২:২০ এএম, ২১ মে ২০১৬, শনিবার
ডিএইচ

Share