চাঁদপুর

চাঁদপুর শিল্পকলায় সাংস্কৃতিক মাসের সূচনাপর্ব

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায়  শুরু হয়েছে সাংস্কৃতিক মাস-২০১৬ এর কার্যক্রম।

চাঁদপুর শহরের পুরাণবাজারের উদয়ন সঙ্গীত বিদ্যালয়ে শিল্পিদের গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা হয়েছে।

বাংলা নববর্ষ উদ্যাপন মঞ্চে সাংস্কৃতিক মাসের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক   মো. আব্দুস সবুর মন্ডল।

মাসব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ডে থাকছে সংগীত, নৃত্য, চিত্রকলা প্রদর্শনী, নাটক, আবৃত্তি, নৃত্যনাট্য, বিতর্ক, স্বরচিত কবিতা পাঠ এবং জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।

আগামী ১৯ মে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক মাসের সমাপ্তি ঘটবে।

হাজার বছরের বাঙালি সংস্কৃতির আলোকে প্রতিটি সংগঠন ইভেন্টভিত্তিক সাংস্কৃতিক মাসের বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করবে।

সাংস্কৃতিক মাসের পরিবেশনা উপভোগের মাধ্যমে এ কর্মসূচিকে সফল ও স্বার্থক করতে চাঁদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সাংস্কৃতিক মাস -২০১৬ উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু ছালেহ মো. আবদুল্লাহ।

]শরীফুল ইসলাম [/author]

: আপডেট ১০:০৬  পিএম, ২১ এপ্রিল  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share