আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর শহীদ সিয়াম স্মৃতি সংসদ এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার বিকেলে চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অ্যাড শাহজাহান মিয়া।
শহীদ সিয়াম স্মৃতি সংসদ এর সভাপতি আমিন আহমাদ মস্তানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক জুনায়েদ তারেক মস্তানের পরিচালনায় আরো বক্তব্যে রাখেন মজিবুর রহমান সুমন মস্তান। উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ নেতা আব্দুল হাই লাভলু, কুরআন তেলাওয়াত করেন আব্দুল মাজেদ।
স্টাফ করেসপন্ডেট,৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur