ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে চাঁদপুরের পুরান বাজার বাকালি পট্টি এলাকায় শহর রক্ষাবাঁধের অন্তত ২০ মিটার দেবে গেছে। গত সোমবার (২৭ মে) দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউয়ের ফলে বাঁধে ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বালিভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা চালাতে দেখা যায়।
সরজমিনে শহরের পুরান বাজার মেঘনা নদীর তীর এলাকায় গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকে ঢেউয়ের তীব্রতা বাড়তে থাকে। পাশাপাশি টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে থাকে তীরে। পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ভাঙন আতঙ্কে নদী তীরের অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেন। স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ক্ষোভের সাথে অভিযোগ করে বলেন, বর্ষা আসলে প্রতি বছর নদীতে ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে অনেকেই বসতভিটা হারিয়ে নিস্ব হয়ে পড়ছে। ভাঙন দেখা দিলে কর্মকর্তারা আসেন নদীতে বালির বস্তা ফেলতে। আমরা স্থায়ী সমাধান চাই। যে পরিস্থিতি, রাতে আমাদের বাড়িঘর টিকে কি না, আমরা খুব শঙ্কিত।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘প্রায় ২০ মিটারের মতো শহররক্ষা বাঁধ দেবে গেছে। তাৎক্ষণিক ভাঙ্গন রোধে বালিভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলা হচ্ছে।
এ জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘পুরান বাজার শহর রক্ষাবাঁধে ভাঙনের খবর পেয়েছি। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধে কাজ শুরু করেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি বড় ধরনের কোনো সমস্যা হবে না।’
প্রতিবেদক: আশিক বিন রহিম,২৮ মে ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur