চাঁদপুর শহরের পুরাণ বাজার হরিসভা এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোত আর বড় বড় ঢেউ এর কারণে শহর রক্ষা বাঁধে ৩৫ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। এতে করে প্রায় ৩০ পরিবারের বসতবাড়ি এখন ভাঙন হুমকির মুখে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ ফাটল দেখা দেয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় গিয়ে দেখা গেছে ক্রমান্বয়ে ফাটল বড় আকার ধারণ করছে।
হুমকির মুখে পড়া পরিবারের সদস্য দীপক দে চাঁদপুর টাইমসকে জানান, ‘সকাল ১১টার দিকে হঠাৎ করে বাঁধের সিসি ব্লকগুলো ফাঁক হতে শুরু করে। ক্রমান্বয়ে বড় আকারের ফাটল সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত একাধিক স্থানে এ ফাটল দেখা দিয়ে আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। ২০১৬ সালে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড এ এলাকার ১২টি বসত ঘর ভেঙে পিছনে নিয়ে আসে। এরপর বাঁধের সংস্কার কাজ করেন। বলা হয়েছে ১শ’ বছরেও নদী ভাঙনের সম্ভাবনা নেই, কিন্তু সংস্কার কাজের ৯ মাসের মধ্যেই আবার ফাটল দেখা দিলো।’
আরেক বাসিন্দা কমল চাঁদপুর টাইমসকে জানান, ‘৫০ ফুট পশ্চিমে আমার ঘর ছিলো। আমার ঘর ভেঙে অন্যত্র নিয়ে গেছি। পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ মান সম্মত না করায় পুনরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
এদিকে সংবাদ পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান চাঁদপুর টাইমসকে জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ৩৫ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে ফাটল রোধ করা হবে। নদীতে তীব্র স্রোত আর ঢেউ এর কারণেই ফাটল দেখা দিয়েছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: : আপডেট, বাংলাদেশ ১০: ২৩ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ