চাঁদপুর ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে ফাঁকা হয়ে গেলো সড়ক ও দোকানপাট। এ সময় মাইকিং করে বিভিন্ন দোকান ও শপিংমলগুলো বন্ধ করে দেয়। একই সঙ্গে যারা অপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে শহরে নেমেছেন, তাদের দ্রুত বাসাবাড়িতে চলে যেতে বলা হয়।
১৭ মে রোববার দুপুর ১২টায় শহরের ইলিশ চত্বর, শপথ চত্বর, কোর্ট স্টেশন, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, জে এম সেনগুপ্ত সড়ক এবং পালবাজার এলাকায় জনসমাগম এড়াতে সাঁড়াশি অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, আগামীকাল সোমবার ভোর থেকে শহরে সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে। যাতে কোনো মানুষ বিনা প্রয়োজনে শহরে প্রবেশ করতে না পারে। তবে ওষুধসহ অতিপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে যৌক্তিক কারণ দেখিয়ে যে কেউ শহরের সড়কে বের হতে পারবেন।
এমন পরিস্থিতিতে চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মো. শাহ্ কামালের নির্দেশে আগামীকাল সোমবার থেকে আরো কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ মে ২০২০