চাঁদপুর শহরে রোববার রাতে চাঁদপুর টাওয়ারের সামনে থেকে রাজীব চন্দ্র দে (২০) নামের মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীকে আটক করেছে পুলিশ। তাকে আটক করেন চাঁদপুর সদর সার্কেল অফিসের এল সি আব্দুল্লাহ আল নোমান নাঈম।
আটককৃত রাজিব শহরের উত্তর শ্রীরামদী, জেটিসি কুলি বাগান এলাকার মানিক চন্দ্র দের ছেলে।
চাঁদপুর সদর সার্কেল অফিসের এল সি আব্দুল্লাহ আল নোমান নাঈম জানায়, রাজিব দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের রেলওয়ে কোট স্টেশন, সিএনজি স্টেশন ও কুলি বাগান এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে।
তার বিরুদ্ধে একমাস আগে ও চাঁদপুর ডিবি পুলিশের অধীনে একটি মাদক মামলা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। ওই মামলা গুলোর মধ্যে সে একটি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। রাজিবের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট থাকায় রোববার রাতে তাকে নাঈমের একান্ত প্রচেষ্টায় আটক করা হয়। পরে তাকে চাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur