Home / চাঁদপুর / চাঁদপুর শহর তাঁতী লীগের কমিটি গঠন
চাঁদপুর শহর তাঁতী লীগের কমিটি গঠন

চাঁদপুর শহর তাঁতী লীগের কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চাঁদপুর শহর শাখার কমিটি শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে পুরাণবাজার আড়ৎপট্টি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা তাঁতী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মো. কাজী হোসাইন শহীদ (মানিক) কে সভাপতি এবং মো. আলমগীর শেখকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্য বিশিষ্ট শহর কমিটি অনুমোদন দেয়া হয়।

বিশেষ সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগ সভাপতি ইঞ্জিঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটওয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক তৈমুর হাসান টিপু, জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছ মল্লিক, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আমিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক কাদির হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির গাজি।

শহর তাঁতী লীগের সভাপতি মো. কাজী হোসাইন শহীদের (মানিক) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর শেখ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি হুমায়ূন কবির বেপারী, শহর সাংগঠনিক সম্পাদক মোহাম্ম দআলী মোস্তান প্রমুখ।

সভা শেষে অনুমোদিত শহর তাঁতীলীগ কমিটির নেতৃবৃন্দের হাতে কমিটি অনুমোদন তুলে দেন জেলা নেতৃবৃন্দ। অনুমোধিত ৬৪ বিশিষ্ট শহর কমিটি নেতৃবৃন্দরা হলেন: সভাপতি মো. কাজী হোসাইন শহীদ (মানিক), সহ-সভাপতি মো. হাকি জমাদার, মো. শাহজালাল মল্লিক, মো, আমির হোসেন, মিজানুর রহমান মিয়া, জসিম গাজি, সাধারণ সম্পাদক মো. আলমগীর শেখ, সিনিয়র সাধারণ সম্পাদক মো. রমিজ পাটোয়ারী স্বর্ণকার, যুগ্ম সম্পাদক মো. কালু পাটোয়ারী, মো. সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোস্তান, সহ-সাংগঠনিক সাদ্দাম মল্লিক, নজরুল ইসলাম পাটোয়ারী, কোষাদক্ষ মো. চুন্নু বেপারী, আইন বিষয়ক সম্পাদক নাছির খান, শিক্ষা সম্পাদক অনিল আচার্যী।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

।।আপডেট : ০৯:১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ