করেসপন্ডেন্ট:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহর ছাত্রলীগ উদ্যোগে বৃক্ষরোপণ করেছে।
সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাভাপতি শেখ মো. মোতালেব, সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, সহ-সভাপতি শিমুল হাসান শাবনু, আনোয়ার হাওলাদার, হাবিবুর রহমান বেপারী, রাসেল আখন্দ, সাইফুল ইসলাম রাজু, যুগ্ম-সম্পাদক দেবাষিশ বিশ^াস, শাওন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমেদ সায়ান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেদওয়ান, সাধারণ সম্পাদক মো. নাছির গাজী, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর, চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজ সহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগের সকল ওয়ার্ড ও কলেজ ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মীরা।
শোক দিবস উপলক্ষে শহর ছাত্রলীগের কর্মসূচির মধ্যে আরো রয়েছে, কাল ১৩ আগস্ট সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সরকারি কলেজে জেলা ছাত্রলীগের শোকর্যালিতে অংশগ্রহণ।
১৫ আগস্ট সকাল সাড়ে ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা।
সকাল ৯ টায় অঙ্গীকার পাদদেশে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালিতে অংশগ্রহণ।
সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় অংশগ্রহণ, বাদ যোহর আওয়ামীলীগের আয়োজনে দুস্থদের মাঝে খাদ্য বিতরণে অংশগ্রহণ।
২২ আগস্ট দলীয় কার্যালয়ে শহর ছাত্রলীগের আলোচনা সভা ও ২৬ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের জেলা ছাত্রলীগের স্মরণ সভায় অংশগ্রহণ।
চাঁদপুর টাইমস, এএমএস/ডিএইচ/2015