চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান আহবানে চাঁদপুর ট্রাফিক পুলিশ বিভাগের সাথে তাৎক্ষনিক এক মতবিনিময় সভা ২৮ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশ সুপার কক্ষে অনুষ্ঠিত হয় । পুলিশ সুপারের আমন্ত্রনে উক্ত মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ । সভায় অংশ নেন চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ট্রাফিক পুলিশ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ । সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইমএন্ড অ্যাপস )মো: লুৎফর রহমান ,সদর সার্কেল মো:খায়রুল কবির,চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি রহিম বাদশা,নবাগত সভাপতি সোহেল রুশদী ,বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ ,নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল আউয়াল রুবেল প্রমুখ।
মতবিনিময় সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেছেন ,আমি চাঁদপুর শহরে যানজট নিরসন করতে চাই। নাগরিকদের দুর্ভোগ কমাতে চাই । পুলিশের কাজ জনস্বার্থে। এক্ষেত্রে চাঁদপুর প্রেসক্লাব , সাংবাদিক ও শহরের নাগরিকদের সহযোগিতা চাই । আজকে ট্রাফিক পুলিশ বিভাগের সাথে বসছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবো । যাতে ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচল করে। পুলিশের আইনের মধ্যে থেকে কাজ করতে চাই। এ ব্যাপারে শহরের কোন কোন সড়কে যানজট বেশী হয় এবং মানুষের দুর্ভোগ হয় তা নিরসন করবো এবং তা পর্যায়ক্রমে সমাধান করবো।
সাংবাদিকদের সাথে নিয়ে শহরের যানজট নিরসনে পুলিশের যেটুকু করনীয় আছে তা সবটুকু প্রয়োগ করবো। কঠোর হতে হলে হবো। পুলিশ আইন প্রয়োগ করবে।
এ সময় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর শহরের কালীবাড়ী (বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখ স্থান),পালবাজার সম্মুখ স্থান, স্টেডিয়াম রোড,বাবুরহাট গোল চত্তর সর্বদা যানজট থাকে। এক্ষেত্রে দ্রুত বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখ স্থান এলাকা থেকে সিএনজি সরিয়ে পুরনো স্ট্যান্ডে স্থানান্তর,জেলার বাহিরের সিএনজি শহরের ঢুকতে না দেওয়া ,লাইসেন্সবিহীন সিএনজি জব্দ ও জরিমানা করা ,ভারী যানবাহন,বড় ট্রাক ,তেলের ভাউচার দিনের বেলা শহরে ঢুকতে না দেওয়ার অনুরোধ করেন । এছাড়াও শহরের ভাসমান বেন গাড়ী,ভ্রাম্যমান তরকারি ও ফল বিক্রেতাকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন।
স্টাফ করেসপন্ডেট/
২৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur