Home / চাঁদপুর / চাঁদপুর শহরে হাজী বিরিয়ানী হাউজকে জরিমানা 
হাজী

চাঁদপুর শহরে হাজী বিরিয়ানী হাউজকে জরিমানা 

নোংরা পরিবেশে খাবার তৈরি ও টয়লেটে কমেটের সাথে খাদ্য সামগ্রী রাখার কারণে চাঁদপুর শহরের নামকরা ব্যবসা প্রতিষ্ঠান হাজী বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে এ জরিমানা আদায় করা হয়। 

জানা যায়, চাঁদপুর শহরের কালী বাড়ি শপথ চত্বর এলাকার চাঁদপুর টাওয়ারের নিচ তলায় দীর্ঘদিন ধরে অত্যান্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পোলাও,বিরিয়ানি, তেহেরী সহ বিভিন্ন খাবার তৈরি করে আসছে হাজী বিরিয়ানি হাউজ নামের এই প্রতিষ্ঠানটি । তারই প্রেক্ষিতে বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নুর হোসেন এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও টয়লেটের কমিটির সাথে খাদ্য সামগ্রী রাখার কারণে প্রতিষ্ঠানটিকে নগদ ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

ভবিষ্যতে এমন জঘন্য কাজ থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে আইনগত সতর্ক করা হয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,৮ সেপ্টেম্বর ২০২২