Home / চাঁদপুর / চাঁদপুর শহরে স্বাস্থ্য বিধি না মানায় ৩ জনকে জরিমানা
mobile

চাঁদপুর শহরে স্বাস্থ্য বিধি না মানায় ৩ জনকে জরিমানা

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মামলায় ৩ জনকে ৩১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জনসচেতনতা মূলক প্রচারণাও করেন চাঁদপুর জেলা প্রশাসন।

সোমবার ৫ এপ্রিল দুপুরে শহরের হকার্স মার্কেট ও কালীবাড়ি মোড় এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত গণমাধ্যমকে জানান,‘ করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশে আমরা জনগনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি।’

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুরে এ ধরণের ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালতে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা সদস্যরাও উপস্থিত ছিলেন।

কবির হোসেন মিজি , ৫ এপ্রিল ২০২১