চাঁদপুর শহরে সিঙ্গার শোরুমের সাইনবোর্ড পড়ে নারী-শিশুসহ আহত ৩
চাঁদপুর শহরের লেকেরপাড় এলাকায় সিঙ্গার ভিকোর শোরুমের সাইনবোর্ড ধ্বসে নিচে চাপা পড়ে পথচারী নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে। ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় সিঙ্গার শোরুমের সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা হলেন, শহরের মিশন রোড এলাকার ইমু (১৮) ও তার ভাই কাইফ (৫)। এসময় অন্য এক নারী পথচারীও আহত হয়। আহতরা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গার শোরুমের বিশাল বড় সাইনবোর্ডটি হঠাৎ ধ্বসে পড়ে। এর নিচে চাপা পড়ে ৩ জন আহত হয়েছে। কিন্তু শোরুমের ম্যানেজারসহ স্টাফদের উদাসিনতায় পথচারীরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা আহতদের উদ্ধার না করে তাদের সাইনবোর্ড সরাতে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের উদাসিনতা দেখে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়। পরে উপস্থিত জনতা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
চাঁদপুরে সিঙ্গার শোরুম ম্যানেজার মোঃ ইমরান জানান, এটা একটি শুধুই দূর্ঘটনা। আমি সাথে সাথে কোম্পানীকে বিষয়টি অবগত করেছি।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৮ আগস্ট ২০২৫