চাঁদপুর শহরের হকার্স মার্কেটে কথা কাটাকাটির জের ধরে ব্যবাসয়ী আলী হোসেন (৫৫) ও কর্মচারী শিবলু কাজী (৩৮) দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় সুমন সুত্রধর (৩০) কাউসার মিয়াজীকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের কোড়ালিয়া ও পশ্চিম বিষ্ণুদী এলাকা থেকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। আহত আলী হোসেন ওই মার্কেটের ওয়ার্কশপ ব্যবসায়ী এবং শিবলু কাজী একই মার্কেটের তালুকদার বুটিকস এর কর্মচারী।
আরও পড়ুন…
=> চাঁদপুর শহরে হকার্স মার্কেটে ব্যাবসায়ী ও কর্মচারীকে কুপিয়ে রক্তাক্ত জখম
=> চাঁদপুর হকার্স মার্কেটে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে শহরে ব্যবসায়ীদের বিক্ষোভ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা হকার্স মার্কেটে প্রবেশ করে তালুকদার বুটিকস্ প্রবেশ করে শিবলু এবং ওয়ার্কশপ আলী হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের মধ্যে শিবলু কাজী ঢাকায় চিকিৎসাধীন। ওই দিন দুপুরে শিবলু ও তার বন্ধু আইসক্রীম ব্যবসায়ী মার্কেটের পাশে রেল স্টেশনে চায়ের দোকানে গেলে স্থানীয় বখাটেদের সাথে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের দরে তারা হামলা চালায়।
এই ঘটনায় বুধবার (২২ জানুয়ারি) আহত শিবলু কাজীর স্ত্রী আরিফা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞতা আসামী করে চাঁদপুর থানায় মামলা দায়ের করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, হকার্স মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারী উপর হামলার ঘটনা আরো যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে। এই ঘটনার মূল হোতা নুরু মুন্সী ও হাবিবকে অচিরেই গ্রেফতার করা হবে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হবে।
চাঁদপুর প্রতিনিধি, ২৩ জানুয়ারি ২০২৫