চাঁদপুর জেলা পুলিশ ও ছায়াতরুন সংগঠনের যৌথ আয়োজনে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নেতৃত্বে চাঁদপুর শহরে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণায় ব্যতিক্রমী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মে) শহরের আউটার ষ্টেডিয়াম থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ষ্টেশন মোল হেডে গিয়ে শেষ হয়।
মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণামূলক টি শার্ট গায়ে র্যাালিতে অংশ নেয় বিভিন্ন বয়ষের তরুণ প্রজন্ম।
র্যালীতে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলি, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাসহ ছায়াতরুর সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আরিফ রাসেল, কর্মকর্তা মোঃ ইফসুফ, সুমন কুমার দত্ত, বিশ্¦জিত কর রাণা, রফিকুল ইসলাম প্রমুখ।
বড় ষ্টেশন মোল হেডে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর মাধ্যমে মাদক , বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী শপথ করানো হয়। এছাড়াও আয়োজনটিতে সহযোগীতায় ছিলো সিপি রাইডার্স এবং পুণাক।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur