চাঁদপুর শহরের মিশনরোড এলাকায় রাস্তা প্রশস্তকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চাঁদপুর পৌরসভা।
১২ নভেম্বর সোমবার সকাল থেকেই মিশন রোড এলাকার বঙ্গবন্ধু সড়কের মাথা থেকে রেললাইনের আগ পর্যন্ত অবৈধভাবে দখল করে রাখা জায়গার স্থাপনাগুলো উচ্ছেদ করে পৌরসভার কর্মীরা।
এ সময় চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী এম. এ. হাসান, ইঞ্জিঃ দিলিপ ও সার্ভেয়ার মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার মোঃ মনিরুজ্জামান জানান, ওয়ার্কওয়ের জন্য ৫ ফিট জায়গা রাখার পর বাকি অংশটুকু রাস্তার সাথে মিলিয়ে দেয়া হবে। রাস্তা প্রশস্ত করণে চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়ের নির্দেশে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১২ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur