চাঁদপুর শহরে প্রফেসর পাড়া মোল্লা বাড়ির নিবাসী মো: আব্দুল মতিন এর ছেলে আহমদ উল্যাহ (তানভীর) প্রায় ৫ বছর যাবত নিখোঁজ রয়েছে। ২০১৮ সালে জুলাই মাসে বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তানভীর বয়স ২৮ বছর। সে কিছুটা মানসিক রোগে আক্রান্ত।
২০১৮ সালে জুলাই মাসের দিকে চাঁদপুর সদর মডেল থানায় এই মর্মে একটি জিডি করা হয়, যার নং-৬৬৯, তারিখ-১৪/০৭/১৮।
তানভীর বাবা জানান, উনার ছেলে মানসিক রোগে আক্রান্ত। ছেলের সন্ধানে তিনি বিভিন্ন জেলা থেকে জেলে খুজেছেন। ছেলেকে পাওয়ার আসায় এখনও তিনি বিভিন্ন মানুষের কাছে খোঁজ নিচ্ছেন। তিনি জানান, তানভীর জন্মগ্রহণ করেছিলেন শুক্রবারে এবং বাসা থেকে বের হয়ে যায় শুক্রবারই।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি এই যুবকের সন্ধান পেয়ে থাকেন তাহার পিতা মো: আবদুল মতিন (মোবাইল-01714976411, 01727620884) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
স্টাফ করেসপন্ডেট, ৬ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur