Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা
ধানের শীষের

চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে জমিয়তের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

সোমবার (২৬ জানুয়ারি) চাঁদপুর শহরের বিটি রোড ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে আলেম-ওলামাদের পক্ষ সমর্থন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া জরুরি। তারা বলেন, শেখ ফরিদ আহমদ মানিক একজন যোগ্য ও পরীক্ষিত নেতা, যিনি গরীব, দুঃখী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আলেম সমাজেরও ঘনিষ্ঠ সহচর। এ কারণেই আলেম-ওলামারা ধানের শীষের পক্ষে এবং মানিকের সমর্থনে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন।

বক্তারা আরও বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমদ মানিককে বিজয়ী করা গেলে চাঁদপুর ৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা, জেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মুফতি সাব্বির আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, জমিয়ত সদস্য মাওলানা আরাফাত বিন আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক/
২৬ জানুয়ারি ২০২৬