Home / চাঁদপুর / চাঁদপুর শহরে দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ
দাঁড়িপাল্লার

চাঁদপুর শহরে দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার বিকেলে তিনি চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ওয়্যারলেছ বাজার মুন্সিবাড়ি রোড, মৃধাবাড়ি রোড এলাকায় স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ন্যায় ও ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা। তাই আগামী নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”

তিনি আরো বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজী মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জাকারিয়া মহিউদ্দিন, শহর শ্রমিক কল্যাণের সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন ঢালীসহ ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ৩০ আগস্ট ২০২৫