২০ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের মিশন রোড এলকায় রেলক্রসিংয়ে রেললাইনের মেরামত কাজ করা হয়।
যার কারণে নিউ ট্রাক রোড দিয়ে বিভিন্ন ছোট বড় এবং ভারী যানবাহন চলাচল সম্পর্ণ বন্ধ থাকে।
এ কারণে সোমবার সকাল থেকে মিশন রোড এলাকা থেকে শুরু করে স্টেডিয়াম রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়ক সহ শহরের অন্যান্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরে এমন যানজটের কারণে একটি অ্যাম্বুলেন্স সঠিক সময়ে বের না হওয়ার কারণে অ্যাম্বুলেন্সে থাকা একজন মুমূর্ষ রোগীর মৃত্যু হয়।
জানা যায়, মিশন রোড রেল ক্রসিং এলাকার রেললাইন ধেবে যাওয়ার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ তা উঁচু করুন ও লেভেল ঠিক করার জন্য আজ সকাল থেকে মেরামতের কাজ শুরু করেন। কাজ চলাকালীন সময়ে ওই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রাখা হয় আর এই কারণেই অন্যান্য দিনের তুলনায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক গুলোতে যানজটের তীব্রতা বেড়ে যায়।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur