Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু
ট্রাকের
প্রতীকী ছবি

চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকার সরকারি খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আঃ রশিদ খলিফা (৭৫)। তিনি চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকার ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মৃত ফরিজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তিনি নতুন বাজারের রূপালী ব্যাংকে টাকা জমা দিতে বাসা থেকে বের হন। তার বাসা থেকে কয়েক গজ পশ্চিমে এগিয়ে সরকারি খাদ্য গুদামের সামনে পৌঁছালে হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সরকারি খাদ্য গুদামের বিপরীত পাশে চাঁদপুর পৌরসভার একটি বড় ডাস্টবিন রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুপুরের পর সড়কের ওপর ময়লার ট্রাক দাঁড় করিয়ে আবর্জনা অপসারণের কাজ করেন, যা যান চলাচলে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্বজনদের দাবি, সরকারি খাদ্য গুদামের দেয়াল ঘেঁষে হাঁটার সময় আঃ রশিদ খলিফাকে ট্রাকটি ধাক্কা দেয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৫ ডিসেম্বর ২০২৫