চাঁদপুর শহরে যানজট নিরসনে জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে ৮টি নিয়ম বেধে দেয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী শহরের অভ্যন্তরে একদিন সবুজ রংয়ের, আরেকদিন লাল রংয়ের অটোবাইক চলাচল করার করবে।
১০ সেপ্টেম্বর বুধবার থেকে বাস্তবায়ন হওয়ার কথা। তবে এই নিয়ম মানতে নারাজ চালকরা। তারা প্রশাসনের এই নিয়ম বাতিলের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে শহরের প্রবেশ মুখের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রী সাধারণরা চরম ভোগান্তিতে পড়ে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে চলে যান।সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের প্রবেশ মুখের পুরানবাজার এবং চাঁদপুর রায়পুর সড়কের এই অবরোধ বলবৎ থাকে। উপর ২টাই প্রশাসনের আশ্বাস এবং হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নেয় চালকরা।
সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল ৯টার দিকে শহরের পুরান বাজার নতুন বাজার ব্রিজের পালবাজার অংশে এবং চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কের পূর্ব মাথায় চালকরা বিক্ষোভ শুরু করে। যার ফলে শহরে কোন যানবাহন প্রবেশ এবং বের হতে পারেনি। বাধ্য হয়ে বিভিন্ন বাহনের যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে রওয়ানা হয়।
এসময় বিক্ষোভরত চালকরা জানান, প্রশাসন থেকে বলা হয়েছে লাল ও সবুজ রঙের অটোরিকশা একদিন করে শহরে চলাচল করবে। কিন্তু একদিন রোজগার বন্ধ থাকলে আমাদের সংসার চলবে কিভাবে। দিন শেষে মালিক আমাদের কাছ থেকে টাকা নেয়ার জন্য বসে থাকে।
ঘটনাস্থলে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া ও পৌর কর্মচারীরা এসে চালকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। পৌর প্রশাসক বলেন, জেলা প্রশাসকসহ সকলের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় ট্রাফিক পুলিশের টিআই (এডিমিন) মাহফুজুর রহমান উপস্থিত হন। তিনি পৌর প্রশাসকের বক্তব্য চালকদের জানান।
উল্লেখ্য, শহরে যানবাহন চলাচলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ নিদের্শনা বাস্তবায়নের নির্ধারিত দিন ছিলো ১০ সেপ্টেম্বর। এর আগে ৩১ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভায় যানবাহন চলাচলের নিয়মের বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ১০ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur