চাঁদপুর শহরের রেলওয়ে চৌদ্দ কোয়াটারে গ্যাস লাইনের পাইপে লিকেজ দেখা দেওয়ায় আতংকে রয়েছে কোয়াটারে বসবাসকারী পরিবারগুলো। গত এক সপ্তাহ যাবৎ পাইপ থেকে গ্যাস বের হচ্ছে, যে কোন সময় ঘটতে;পারে বড় ধরনের দুর্ঘটনা। পাইপে লিকেজ হওয়ায় কোয়াটারে বসবাস করা ১৪টি পরিবার রান্না করতে গ্যাস পাচ্ছে না।
ড্রেনের উপর নিয়ে যাওয়া পাইপটি থেকে অনবরত গ্যাস বের হয়ে ড্রেনের পানির মধ্যদিয়ে বুদবুদ সৃর্ষ্টি হয়ে গ্যাস বের হচ্ছে। কোয়াটারে বসবাসরত পরিবার ছাড়াও আসে পাশে বসবাসকারী পরিবারগুলো আতংকে রয়েছে।
কোয়াটারে বসবাসরত পরিবারের মোঃ কামাল হোসেন, দেলু, ইউনুছ, জসিম, হাবিব, রনি সেকান্দর, সোহান, নুরুল আলম বলেন, গ্যাস লাইনটি লিকেজ হওয়ায় আমরা খুব ভয়ে আছি। এক সপ্তাহ ধরে রান্নায় সমস্যা হচ্ছে। আমরা রেলের কর্মকর্তাদের বলেছি কিন্তু এখনো পর্যন্ত কোন কাজ হচ্ছে না।
এ বিষয়ে রেলওয়র আইডব্লিউর ওয়ার্ক সুইপারভাইসার মোঃ সোলাইমান জানান, ‘ কোয়াটারে বসবাসকারী পরিবারগুলো আমাকে জানিয়েছে, আমি রেওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২০ অক্টোবর ২০২২