Home / চাঁদপুর / চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
শহরে

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লে. মানজুরুল হাসান খান।

তিনি বলেন, যৌথবাহিনী ২৪ জুন রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য- মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুলেশন ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজীকে (১৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ২৫ জুন ২০২৫