Wednesday, 10 June, 2015 05:00:47 PM
আনোয়ারুল হক:
চাঁদপুর পৌর এলাকার ব্যাবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিসের বাইরে ঝুলানো করবিহীন অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে চাঁদপুর পৌরসভা।
বুধবার দুপুর ১২টা থেকে শরু হওয়া এ উচ্ছেদ অভিযানে চাঁদপুর শহরের ছায়াবাবানী মোড় থেকে শরু করে বাসস্ট্যান্ড হয়ে কালিবাড়ি পর্যন্ত প্রায় অর্ধশত অবৈধ সাইনবোর্ড খুলে ফেলা হয়।
তবে কোন প্রকার নিদের্শনা ছাড়া হঠাৎ এ অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা বিপাকে পড়ে যান। তারা জানান আমরাদেরকে কোন প্রকার নির্দেশনা না দিয়েই এ অভিযানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।
এ বিষয়ে অভিযান কর্তৃপক্ষের একজন আক্তার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, যেসব সাইনবোর্ড ও বিলবোর্ডের জন্য পৌরসভাকে কর দেয়া হয়নি, আমরা সেগুলোকে সরিয়ে ফেলছি।
অভিযানের আগে নির্দেশনা দেয়া হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি চাঁদপুর টাইমসকে জানান এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়নি, তবে পূর্বে এ ধরনের উচ্ছেদ অভিযান আরো পরিচালনা করা হয়েছে। যারা কর পরিশোধ করেছে তাদের সাইনবোর্ড নিধারিত স্থানে রয়ে গেছে।’
চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এর নির্দেশে বুধবারের এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার কর নির্ধারক কর্মকর্তা সুলতান আহমেদ।
উল্লেখ্য অবৈধ সাইনবোর্ড ও চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সৌন্দর্য বিনষ্টকারী অবৈধ বিলবোর্ড নিয়ে ‘চাঁদপুর টাইমস’সহ স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে।
চাঁদপুর পৌর কর্তৃপক্ষের এ অভিযানকে সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।