চাঁদপুর

চাঁদপুর শহরে অবৈধ গাইড বইয়ের দায়ে ৩ লাইব্রেরিকে জরিমানা

চাঁদপুর শহরে অবৈধ নোট ও গাইড বইয়ের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান শনিবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চিত্রলেখা এলাকায় বিভিন্ন লাইব্রেরিতে অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোহাম্মদ মঈনুল হক।

জরিমানাকৃত লাইব্রেরী গুলো হলো:বই মেলা লাইব্রেরী,খান লাইব্রেরী ও মাস্টার লাইব্রেরী।

জানা যায় ভ্রম্যমান আদালত বসিয়ে অবৈধ গাইড-নোট বই পাওয়ার অভিযোগে বই মেলা লাইব্রেরীকে ২০০০,খান লাইব্রেরী ২০০০ ও মাস্ট্রার লাইব্রেরী থেকে দু’শ টাকা করে ৩ টি দোকানে অবৈধ মোট ৪হাজার ২শ’টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোহাম্মদ মঈনুলহক চাঁদপুর টাইমসকে জানান, ‘সরকারিভাবে নিষিদ্ধ সব গাইড-নোট বইয়ের বিরুদ্ধে অভিযান করা হচ্ছে।যেসব লাইব্রেরিতে নিষিদ্ধ নোট বই পাওয়া যাবে সেগুলোকে বাজেয়াপ্তসহ জরিমানা করা হচ্ছে।অবৈধ নোট বইয়ের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’

প্রতিবেদক:আনোয়ারুল হক
১৬ ফেব্রুয়ারি,২০১৯

Share