চাঁদপুর শহরের ব্যস্ততম মিশন রোডের রামকৃষ্ণ আশ্রমের সামনে সড়কের ওপর ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক ট্রান্সমিটার দিয়ে বেশ ক’দিন যাবত সংযোগ চালু রেখেছে চাঁদপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো ।
ট্রান্সমিটারটি রাস্তার একাংশ জুড়ে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হচ্ছে। পথচারীদের ক’জন জানায়, শহরের ব্যস্ততম সড়কের মধ্যে মিশন রোড একটি।
এ সড়ক দিয়ে বড়-ছোট সকল ধরণের যানবাহন চলাচল করছে। কিন্তুু এদের মধ্যে সকল চালকই অভিজ্ঞতা সম্পন্ন নয়।
যে কারোও একজনের ভুলে বড় ধরণের দুঘর্টনা ঘটতে পারে। শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রান্সমিটারটি মেরামত করে ১১ হাজার ভোল্টের মোবাইল বৈদ্যুতিক ট্রান্সমিটারটি যথাস্থানে সরিয়ে নেবেন ।।
এ বিষয়ে বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো’র সহকারী প্রকৌশলী মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানায়, ‘ট্রান্সমিটারটি মেরামতের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। মিশন রোড এলাকায় বৈদ্যুতিক মোবাইল ট্রান্সমিটার দিয়ে সংযোগ চালু রাখা হয়েছে। ২ থেকে ৩ দিনের মধ্যেই ওই ট্রান্সমিটারটি সরানো হবে এবং সড়কের স্থায়ী ট্রান্সমিটারটি মেরামত করে দেয়া হবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ