দেশের অন্যান্য জেলা থেকে চাঁদপুর জেলা শহরে আগত অতিথি এবং পর্যটকদেরকে স্বাগত জানানোর উদ্দেশ্যে তৈরি চাঁদপুরের প্রবেশ মুখের সাইন বোর্ডটি ঢেকে আছে বাংলা সিনেমার উদ্ভট পোস্টারে।
দীর্ঘ কয়েক বছর ধরে শহরের ষোলঘর সার্কিট হাউস সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের দক্ষিণ পাশে চাঁদপুর রোটারি ক্লাবের সৌজন্যে শহরমুখী মানুষকে স্বাগত জানানোর উদ্দেশ্যে চাঁদপুরে আপনার আগমন শুভ হোক শিরোণামে স্থাপন করা হয় একটি ওয়াল সাইনবোর্ড।
বর্তমানে ওই সাইনবোর্ডটিতে স্বাগতম লেখা ঢেকে দিয়ে সেটিতে বাংলা ছায়াছবির রঙ্গিন পোস্টার সাটিয়ে দেয়া হয়েছে।
একাধিক পাঠক মুঠোফোনে বিষয়টি চাঁদপুর টাইমসকে জানিয়ে বলেন, ‘প্রায়ই দেখা যায়, এ সাইনবোর্ডটিতে সিনেমা হলের পোস্টার লাগানো হয়, নতুন কোনো ছবি বের হলে হল কর্তৃপক্ষ এ সাইনবোর্ডটি ব্যবহার করেন।’
গত কয়েকমাস ধরে এত সুন্দর একটি লেখা ঢেকে রেখে সিনেমা হল কর্তপক্ষ অনিয়ম করে ছবির এ পোষ্টারটি লাগিয়ে রাখলেও রোটারী ক্লাব কর্তপক্ষের কাছে বিষয়টি হয়তোবা নজরে পড়েনি।
শহরের প্রবেশ মুখে সাবলীল একটি বড় সাইন বোর্ডে এমন অনিয়ম দেখে সচেতন মহলের অনেকের কাছে এ নিয়ে নানা প্রশ্ন বিরাজ করছে।
তাই বিষয়টি রোটারী ক্লাব কর্র্তৃপক্ষের গুরত্ব সহকারে আমলে নেয়ার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
: আপডেট, বাংলাদেশ সময় ৩:১০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ